মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি রেস্তোরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার(১৫ ই নভেম্বর)ভোরবেলা বিষয়টি নিশ্চিত করেছেন আদমজি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল হাই।প্রত্যক্ষদর্শীর সূত্রমতে জানা যায়-সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় জাকির মিয়ার রেস্তরায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে না পাড়ায় আশপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।স্থানীয়রা রেস্তোরাসহ আশেপাশের দোকানগুলোর আগুন নিয়ন্ত্রণ না করতে পারায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।আগুনের ঘটনার ব্যাপারে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল হাই জানান-আগুনের ঘটনার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘঠনস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন তাৎক্ষণিক কোন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম মোস্তফা বলেন-রেস্তরায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর জানা যায়নি।তবে আমরা দেখছি,অগ্নিকান্ডের ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে নাকি অন্য কোন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                