আয়নালহক রৌমারী ( কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর সালমান শাহ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ১৯ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে সালমান শাহ নিজ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। নিখোঁজের তিন দিন পর ২২ ডিসেম্বর ২০২৫( সোমবার) কুড়িগ্রামের চিলমারী উপজেলার কড়াইল বৈশাল নদী নামক স্থান হতে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা চিলমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করলে নিশ্চিত হওয়া উদ্ধারকৃত লাশটি নিখোঁজ সালমান শাহর। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সালমান শাহর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোক ও বেদনার পরিবেশ বিরাজ করছে। থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

