ঢাকাSunday , 8 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে মারপিটের ঘটনায় আহত ৩ থানায় অভিযোগ দায়ের।

দেশ চ্যানেল
September 8, 2024 1:53 pm
Link Copied!

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারী উপজেলায় মহিলার সাথে ফস্টিনস্টির ঘটনায় বাধা দেয়াকে কেন্দ্র করে এক মারপিটের ঘটনা ঘটেছে। গত ৮ সেপ্টেম্বর শনিবার রাতে রৌমারী উপজেলার চরশৌলমারী এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মারপিটের ঘটনায় আহত ৩ থানায় অভিযোগ দায়ের।

থানা ও অভিযোগ সুত্রে জানা গেছে, চর শৌলমারী কলেজ পাড়াস্থ এলাকার জনৈক মহিলার সাথে সুখের বাতি গ্রামের সাহেব আলীর ছেলে আয়নাল হক ফস্টিনস্টি করে আসছিল। একই গ্রামের আছিম উদ্দিনের ছেলে গোলাম হোসেন ফস্টিনস্টি করাকে বাধা দিলে আয়নাল হক বাধ সেজে থাকে। ঘটনার দিন রাত আনুমানিক ৮ টার সময় কাজকর্ম সেরে নিজ সো-মিলে বসে থাকাবস্থায় ওৎপেতে থাকা ভাড়াটিয়া সন্ত্রাসীসহ ৮/১০ জনের একটি দল লাঠি সোঠা, লোহার রড, ও ধারালো রাম দা নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করলে অর্তকিত ভাবে এলোপাতারি মারপিট ও ছিলা ফুলা যখন করে। পরে ধারালো রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত ও মাথায় আঘাতে ফেটে যায়। পরে মাটিতে লুটিয়ে পরে। তখন তার কাছে থাকা নগদ ৩২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত গোলাম হোসেনকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে সাময়িক চিকিৎসা দিয়ে গুরুতর আহত দেখে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। পরের দিন রবিবার সকালে জিন্নাত আলী (৬০), আজমত আলী (৬৫), দানেছ আলী (৬২) সকলের পিতা মুত হোসেন মুন্সী, হাতেম আলী (৫০), মোহাম্মদ মন্ডল মিয়া (৪০), আলীম উদ্দিন (৫৫) সকলের পিতা হাকিম উদ্দিন, আয়নাল হক (৪০), পিতা মৃত সাহেব আলী, আমিরুল ইসলাম (২৫) পিতা ছয়নুদ্দিন, নইমুদ্দিন (৪২) ছয়নুিদ্দন (৪৫) উভয় পিতা আমজাদ আলী, ফয়জাল মিয়া (৪২) পিতা সাহেব আলী, কাশেম আলী (৩৫) পিতা ইউনুছ আলী, আব্দুস সালাম (৪০) জয়নাল আবেদীন (৩৮) উভয় পিতা জিন্নাত আলী, এরশাদ আলী (৪২) আসাদুল ইসলাম (৪৫) উভয় পিতা দানেছ আলী সকলের গ্রাম সুখের বাতিদের নামে গোলাম হোসেনের ছেট ভাই আবুল কাশেম বাদী হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগকারী আবুল কাশেম বলেন, কলেজ পাড়াস্থ্য একটি মেয়ের সাথে আয়নাল হক দীর্ঘদিন থেকে ফস্টিনস্টি করে আসছিল। গোলাম ভাই দেখে তাকে বাধা দিলে বাধ সাজে। এরই জের ধরে রাতের আধারে একা পেয়ে বেধরক মারপিট করে গুরুতর আহত করেছে। বর্তমানে রংপুর মেডিক্যালে চিকিৎসাধীনে রয়েছে। এ নেক্কার জনক ঘটনা কারিদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।

এবিষয়ে বিবাদী জিন্নাত আলী মারামারির ঘটনার সত্যতা শিকার করে বলেন, গত তিনদিন আগে আয়নাল হককে গোলাম হেসেন বেধে রাখে তারই জের ধরে আমাদের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। এতে আব্দুস সালাম ও জাইদুল নামের দুই জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে রংপুর হাসপাতালে চিকিৎসধীন রয়েছে।

রৌমারী থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজাা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST