রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতির জন্য জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার স্ব-স্ব ক্যাম্পে জনসচেতনতা মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় বাজার এলাকার , রাস্তার মোড়, জনসম্মুখ স্থানে এ সচেতনতা বৃদ্ধির লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজ, মাদ্রাসা শিক্ষক, স্থানীয় জনসাধারণ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতির মাধ্যমে সীমান্ত দুর্ঘটনার বিভিন্ন বিষয় সম্পর্কে এই মতবিনিয় সভা হয়েছে।
একযোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যথাক্রমে রৌমারী উপজেলার ইজলামারী বিওপি ক্যাম্প, বড়াইবাড়ি বিওপি ক্যাম্প, রৌমারী সদর বিজিবি, বাংলা বাজার বিওপি, খেয়ারচর বিওপি, মোল্লারচর বিওপি, গয়টা পাড়া বিওপি, দাঁতভাঙ্গা বিওপি, সাহেবের আলগা, রাজিবপুর উপজেলা বালিয়ামারী ক্যাম্পসহ ৩৫ ব্যাটালিয়নের অন্যান্য বিওপি ক্যাম্প গুলো নিজ নিজ দায়িত্বে এলাকায় সচেতনতা মূলক সভা পরিচলনা করেন।
সভায় বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ মাদক পাচার, গরু চোরাচালানের সাথে জড়িত না হওয়া, সন্ধার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় যাওয়া যাবে না। বাশেরঁ আড়কি ব্যবহার করে কাটাতারের বেড়ার উপর দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা, মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করাসহ নানা বিষয় নিয়ে বিজিবি ও স্থানীয় জন সাধারণের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার নির্মিত্তে সকলকে প্রেরণা প্রদান করেন।