লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর রোজ বুধবার লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ খান।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন বাড়ীর আশেপাশে যেন এক ইঞ্চি জমিও খালি না থাকে সেজন্য উপস্থিত প্রশিক্ষনার্থীদের বাড়ীর আশেপাশে ধান চাষের পাশাপাশি ফল ও সবজী চাষ করার আহবান জানান তিনি।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন ধান চাষের পাশাপাশি পিঁয়াজ ও শাক সবজি চাষে এগিয়ে আসতে হবে তাহলেই দেশে পিঁয়াজ ও শাক সবজির ঘাটতি পূরণে সক্ষম হওয়া যাবে।
কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান শেষে প্রয়োজনীয় কৃষি উপকরণ সহ সম্মানী ভাতা কৃষক কৃষাণীদের হাতে তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।