লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার বুল্লা বাজারের এক ফার্মেসীর ড্রয়ার থেকে দিনেদুপুরে লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় ও এহসান ফার্মেসীর সত্তাধিকারী সূত্রে জানা যায় শনিবার (১০ জানুয়ারি) দুপুর বেলা উপজেলার বুল্লা বাজারস্থ এহসান ফার্মেসীতে এক অপরিচিত যুবক চিকিৎসা নিতে আসে। তখন ফার্মেসীতে আরো দুএকজন রোগী অবস্থান করছিল। তাদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে ব্যস্ত থাকাকালীন সময়ে সুকৌশলে এ যুবক ড্রয়ারে রক্ষিত লক্ষাধিক টাকা নিয়ে সটকে পড়ে। ব্যস্ততম সড়কের এ ফার্মেসী থেকে এভাবে টাকা চুরি হলেও কেউই তা টের পায়নি। পরবর্তীতে ড্রয়ার থেকে টাকা বের করা কালে চুরির বিষয়টি নজরে আসে। পরে সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে দেখা যায় সেবা নিতে আসা অপরিচিত যুবকটি কিভাবে ড্রয়ার থেকে টাকা নিয়ে সটকে পড়ছে। এটি জানার পর অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে এহসান ফার্মেসীর সত্তাধিকারী রুহুল এহসান বলেন আমার ফার্মেসীতে আসা যুবক চিকিৎসা নিতে এসে দোকানে কিছু সময় বসে ছিল। আমি অন্য রোগীর সেবা দিতে ব্যস্ত থাকাকালীন সময়ে সে কখন চলে গেছে তা বুঝতে পারিনি।পরে ড্রয়ার থেকে টাকা আনতে গিয়ে চুরির বিষয়টি নজরে আসে। তিনি আরও বলেন ড্রয়ারে চাবি লাগানো ছিল তবে তালা দেওয়া ছিলনা।আমি সিসিটিভির ফুটেজ দেখে তাকে খোঁজ করছি এবং সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

