লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্হাপন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপি কৃষক কৃষাণীদের ১ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর রোজ বুধবার সকালে লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ খান।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন বাড়ীর আশেপাশে যেন এক ইঞ্চি জমিও খালি না থাকে সেজন্য উপস্থিত প্রশিক্ষনার্থীদের বাড়ীর আশেপাশে শাক সবজী চাষ করার আহবান জানান এবং সবাই শাক সবজি চাষে এগিয়ে আসলে দেশে শাক সবজির ঘাটতি পূরণে সক্ষম হওয়া যাবে।