লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে পুলিশের সাড়াশি অভিযানে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র সহ ৩ আসামী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
সূত্রে জানা যায় ,হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় হবিগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সির নেতৃত্বে,লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক এর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশের এসআই সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ২৯ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে মোড়াকরি গ্রামে বিশেষ সাড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মোড়াকরি গ্রামের অনু মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া (৩০),আইদর আলীর ছেলে আক্তার আলী (৪৫),মৃত হাসু মিয়ার ছেলে তিতু মিয়া (৪২)।
উল্লেখ যে গত ২৮ ডিসেম্বর ২নং মোড়াকরি ইউনিয়নের পূর্ব মোড়াকরি গ্রামে দুই পক্ষের মারামারি ঘটনার প্রেক্ষিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।উদ্ধারকৃত দেশীয় অস্ত্র গুলোর মধ্যে ১০ টি ফিকল বাঁশের চুকানো লাঠি ১১০ টি লোহার কোচা ৪ টি লোহার শাবল ৬ টি এবং ৪ টি দা উদ্ধার করা হয়।
লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক আসামীদের কে গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন গ্রেফতারকৃত আসামীদের কে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

