লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন লাখাই উপজেলার সর্বস্তরের যুব ও ছাত্র জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় কালাউক উপজেলা গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
হাদি ভাইয়ের রক্ত বৃথা দিতে দেব না,তুমি কে আমি কে হাদি হাদি,আমরা সবাই হাদি হব হাদি ভাইয়ের বদলা নেব এরকম অনেক স্লোগান তুলে ধরেন বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া যুব ও ছাত্র জনতারা।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া যুব ও ছাত্রজনতারা ভারতের আদিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক,ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়ার রুপকার, ইনকিলাব মঞ্জের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার সাড়ে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সরকারের প্রতি।

