লামা(বান্দরবান)উপজেলা সংবাদদাতা।
বান্দরবানের লামায় ৩/২/২৫ ইং সোমবার দুপুর ১২ ঘটিকায় ১নং গজালিয়া ইউপির বি এন পির উদ্যোগে, গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসচেতনতার জন্য এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
উক্ত জনসভায় প্রধান অতিথি ছিলেন, বি এন পির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় মহিলা সম্পাদিকা সাবেক সংসদ ও জেলা বি এন পির সাবেক সভাপতি বর্তমান জেলা বি এন পির আংশিক আহবায়ক কমিটির সদস্য জনাবা ম্যা মা চিং । বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা বি এন পির সদস্য সচিব ও সাবেক মেয়র মোঃ জাবেদ রেজা, লামা উপজেলা বি এন পির সভাপতি,মোঃ আব্দুর রব, সহঃ সভাপতি,মাওঃ মোঃ শামছুদ্দোহা ভারপ্রাপ্ত সেক্রেটারী এড জাহাঙ্গীর আলম খান,মোঃ সাইফুদ্দিন কাউন্সিলর ও পৌর বি এন পির সভাপতি, আইউব আলী কম্পানি গজালিয়া ইউপির নেতা ,আবুল কালাম, সুমনসহ ঐ এলাকার মুরুব্বিগণ উপুস্থিত ছিলেন।
গজালিয়া ইউপির সভায় ম্যা মা চিং ও জাবেদ রেজাকে পেয়ে এলাকাবাসী আনন্দিত ও উৎফুল্ল। সভায় বক্তারা বলেন, অনেক শীদের রক্তের বিনিময়ে এ দেশকে ফ্যাসিবাদীদের হাত থেকে মহান আল্লাহ রক্ষা করেছেন।বক্তারা আরো বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো বিনির্মানের কোনো বিকল্প নেই।
পরিশেষে বক্তারা দ্ব্যার্থহীন কন্ঠে বলেন,আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন,এবং বেগম জিয়ার পরিবারস্হ সকলের জন্য দোয়া কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।