রশিদুল ইসলাম
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাড়ে তিন কেজি গাঁজাসহ সোহেল রানা (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। আটক সোহেল রানা লালমনিরহাটের মুক্তিযোদ্ধা চত্ত্বর চুরিপট্টি এলাকার মৃত আলেক মিয়ার ছেলে।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার সকালে উপজেলার ভেলাবাড়ী বাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে সোহেল রানাকে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে সাড়ে তিন কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।