রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধার নওদাবাস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকল সরকারি সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় সভায় সরকারি সুবিধা ভোগী কার্ড খান যদি ঠিক থুবার চান তাহলে শেখ হাসিনাক ভোট দেবেন বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদে সরকারি সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, বিধবাদের জন্য বিধবা ভাতা, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত উন্নয়ন যদি তিনি করে থাকেন তাহলে ভোট অবশ্যই শেখ হাসিনাকে দেবেন।
বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন।
মতবিনিময় সভায় নওদাবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।