রশিদুল ইসলাম
কালিগন্জ উপজেলা প্রতিনিধি(লালমনিরহাট)
১৫ই সেপ্টেম্বর ২০২৩ইং রাতে লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাবেক ওয়ার্ড সদ্য আব্দুল আজিজ মেম্বারের বাড়ি সংলগ্ন আব্দুল খালেক (৪৮) পিতাঃ খোয়াজ মন্ডল এর ৩ শতাংশ জমির পুকুরে বিশ দিয়ে ২০ কেজি মাছ মেরে ফেলা সহ আবাদী জমি বাদাম ক্ষেতের সিমানায় লাগানো ৮০ মেহগনির গাছের মাথা ভেঙ্গে ফেলেছে। এ বিষয়ে আব্দুল খালেক এর বোনের দুই পুত্র মোঃ সাবু মিয়া এবং মোঃ মনির উদ্দিন আনুমানিক ঘটনাস্থল হইতে ০.৫০০ কিঃমি দুরে বাড়ী থেকে রাতের আধারে দূর্বিত্তকারীদের কে দেখেছেন বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্থ আব্দুল খালেক আর বলেন আমার জমি জামা নিয়ে আমার ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছে, আমার মতে আমার ভাই সহ ভাতীজারা এ কান্ড ঘটাতে পারে বলে আমি অভিযোগ জানিয়েছি স্থানীয় চেয়ারম্যান সহ কালীগঞ্জ থানায়।
এদিকে মোঃ কাশেম আলী (অভিযোগকারীর ভাই) বলেন ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলনের ব্যাপারে জরিমানা সহ জেল হাজত দিয়েছিলো কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহির ইমাম। এরই সুত্রপাত্র ধরে আমার ভাই আব্দুল খালেক আমার দুই পুত্রের নামে মিথ্যা অভিযোগ সহ নানান ভাবে কুটুক্তিমুলক গালিগালাজ করে আসিতেছে।