সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তা সংলগ্ন আপন চাচাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাযায় ১৮ জুলাই মংগলবার বিকালে পৌরসভার সিএন্ডবি চৌরাস্তার সংলগ্ন পান্নু শেখের ছেলে সাজ্জাদ হোসেন তূর্জ (২০) ও তার মা শিলা বেগম জমিজমার বিরোধের জেরে আপন চাচা আব্দুল মান্নানকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর যখম করে।
স্থানীয়রা মান্নানের ডাক চিৎকারে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্ত সাজ্জাদ হোসেন তূর্জের সংগে মুঠোফোনে কথা হলে তিনি মারপিটের ঘটনা অস্বীকার করেন।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সংগে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।