জেলা প্রতিনিধি : ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন উপাসনালয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসকে বরণ করে নিলেন মন্দির পরিচালনা পর্ষদ।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নাট মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ- সভাপতি জুড়োন ঘোষের সভাপতিত্বে ও সহ সম্পাদক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পর্ষদের উপদেষ্টা বালা কমল কৃষ্ণ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় দাস, সহ সম্পাদক কিশোর রায়, রনজিত টিকাদার, প্রচার সম্পাদক কাজল পালসহ প্রমূখ।
মতবিনিময় সভার শুরুতে মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মতবিনিময় সভায় মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ” সকলে মিলেমিশে কাজ করতে হবে। ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। উপাসনালয়ের অখন্ডতা ও পবিত্রতা রক্ষা করতে হবে”।