জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলে লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তায় ন্যাশনাল পিপলস পার্টির উদ্দেগে পার্টি অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৫ আগষ্ট বেলা ১১ টার সময় লোহাগড়া ন্যাশনাল পিপলস পার্টির সিএন্ডবি চৌরাস্তার অফিসে লোহাগড়া উপজেলার এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে শেখ বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্ময়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলার এনপিপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বেলাল আহমেদ, লোহাগড়া উপজেলার সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিঃ জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, যুব ফ্রন্টের সভাপতি এ্যাডঃ মেহেদী হাসান অপু,মহিলা নেত্রী ববিতা খানম, ডেইজি বেগম,আফসানা মিম,প্রভা প্রমুখ।
প্রধান অতিথি বলেন গনতন্ত্রের “ম” বেগম খালেদা জিয়ার আজ ৮১ তম জন্ম বার্ষিকী। তিনি ছিলেন আপোষহীন নেত্রী। ১৭ বছর আন্দোলন সংগ্রামরের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। সামনে জাতীয় নির্বাচন। আমাকে নড়াইল -২ আসনে ধানের শীষ প্রতীক দিলে আমি সকলকে নিয়ে ধানের শীষের নির্বাচন করে জয়ী হতে পারবো ইনশাআল্লাহ।
বক্তব্য শেষে দেশ নেত্রী, আপোহীন নেত্রীর বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।