জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রাম থেকে গাজা সহ এক কিশোরকে গ্রেফতার করেছে নড়াইলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৪ ডিসেম্বর মংগলবার বিকালে গোপান সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাচুড়িয়া গ্রামের মৃত ফোরকান শেখের ঘরের মধ্য থেকে দেড় কেজি গাজা সহ ওই গ্রামের মৃত ফোরকান শেখের ছেলে আজিজুল শেখকে আটক করে।এসময় তার সংগী ইউছুপ শেখ সুকৌশলে পালিয়ে যান। আটক আজিজুল শেখের নামে লোহাগড়া থানায় মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা রজু করা হয়। মামলা নং ১৯/২৪।
এই ঘটনায় লোহাগড়া থানায় অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।