জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার জাতীয়তাবাদী যুবদল মুখ থুবড়ে পড়েছে। মাঝি বিহীন নৌকার মত ঘুরপাক খাচ্ছে। নেতৃত্বহীন / অভিভাবকহীন ভাবে টিমে তালে চলছে বিএনপির এই অঙ্গসংগঠন লোহাগড়া যুবদল।
দলীয় সুত্রে জানা গেছে দীর্ঘ দিন ধরে দলের নেতৃত্বহীন ভাবে চলছে লোহাগড়ার জাতীয়তাবাদী যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অংগসংগঠন হলো এই জাতীয়তাবাদী যুবদল। এই দলটি দেশের আন্দোলন, সংগ্রাম ও দেশগঠনে নেতৃত্ব দিয়ে থাকে। বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামী আমলে,এই দলের নেতাকর্মীরা অগ্রভাগে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সেকারণেই ফ্যাসিষ্ট সরকারের গুম,খুন,হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে হাজার হাজার নেতাকর্মী।
লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি হয়েছিলো ২৮ ফেব্রুয়ারী ২০২০ সালে। ওই কমিটিতে মোঃ মাহমুদ খানকে আহবায়ক ও মোঃ আহাদুজ্জামান বাটুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি অনুমোদনের পর লোহাগড়ার জাতীয়তাবাদী যুবদল রাজপথে সক্রিয় হয়ে উঠে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছিলো। এরপর বছর দুই পেরুতে না পেরুতে দলটি নেতৃত্বহীনতায় মুখ থুবড়ে পড়তে থাকে।
দলীয় সুত্রে জানাগেছে লোহাগড়া জাতীয়তাবাদী যুবদলের আহব্বায়ক খান মাহমুদকে গ্রাম্য কোন্দলে আক্রোশমুলক ও অসত্য অভিযোগের কারনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। যার কারনে আজ লোহাগড়া যুবদল নেতৃত্বহীন ও হতাশা গ্রস্ত ।সদস্য সচিব মোঃ আহাদুজ্জামান বাটু বর্তমানে মুল দলের সভাপতি, যুগ্ম আহব্বায়ক তারিকুল ইসলাম অনেক দিন এলাকায় ছিলেন না, যুগ্ম আহব্বায়ক মোঃ তানভীর ইসলাম বর্তমানে মুলদলের যুববিষয়ক সম্পাদক। বাকি যারা আছেন অনেকেই এলাকায় নাই। এমন অবস্থায় চলছে লোহাগড়া যুবদল।নেতৃত্ব দেওয়ার জন্য নড়াইল জেলা যুবদল কাউকে লিখিত ভাবে লোহাগড়া উপজেলা যুবদলের নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব অর্পন করেন নাই। তাই লোহাগড়া যুবদল হাল বিহীন নৌকার মত নদীতে ঘুরপাক খাচ্ছে। এমন হলে এই সংগঠনটি মুখথুবড়ে পড়বে বলে স্থানীয় রাজনীতিবিদের ধারনা। অতিশ্রীঘ্র কমিটি করে সংগঠনটিকে আগের জায়গায় আনতে হবে। সামনে জাতীয় নির্বাচন সে কারনে এই সংগঠনের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
তাছাড়া নড়াইল জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমানের সাথে কথা হলে তিনি বলেন নেতৃত্ব শুন্য হয়ে পড়েছে কথা সঠিক। আমাদের জাতীয়তাবাদী যুবদল নড়াইল জেলা শাখা খুব শ্রীঘ্রই লোহাগড়া উপজেলা যুবদলের কমিটি ঢেলে সাজানো হবে।
এবিষয়ে নড়াইল জেলার বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা আছে। অতিদ্রুত নড়াইল জেলার যুবদলের সভাপতির সাথে আলোচনা করে কেন্দ্রের সংগে যোগাযোগ করে লোহাগড়ার যুবদলের আহব্বায়ককে বহাল রেখে লোহাগড়া যুবদলকে গতিশীল করার চেষ্টা করবো। তিনি আরো বলেন আহব্বায়কে বহিষ্কারের ঘটনাছিলো গ্রাম্য কোন্দল, কোন রাজনৈতিক ইস্যু নয় এবং কোন রাষ্টীয় ঘটনা নয়।