সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নড়াইল জেলা সিভিল সার্জন সাজেদা বেগমের নির্দেশনায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ৮ আগষ্ট মংগলবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মুলক আলোচনা সভা, পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন ও সেই সংগে একটি রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদ, আর এম ও ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইপিআই প্রশান্ত কুমার ঘোষ, উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, নার্স ও সি এইচ পি গন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ তার বক্তব্য বলেন ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোর বেলায় ও সন্ধ্যার সময় কামড়ায়। তাই দিনে অথবা রাতে ঘুমানোর সময় মশারী ব্যাবহার করতে হবে। আমরা বাড়িতে ব্যাবহারিত ফুলের টব,পরিত্যাক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। এই সমস্ত জায়গায় পানি জমতে না পারলে এডিস মশার লারর্ভা জন্মাতে পারে না। ডেঙ্গু হলে নিকটস স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসা সেবা নেওয়ার আহব্বান জানান।