জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে লোহাগড়া থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় লেহাগড়ায় উপজেলা চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,, লোহাগড়া পৌরসভা, লোহাগড়া প্রেস ক্লাব,, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের স্মরণে উপজেলা চত্বর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন।
সকাল ৯টায় লক্ষীপাশা মোল্যার মাঠে কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা. সাদিয়া সুলতানা, লোহাগড়া থানায় ওসি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফকির ইলিয়াস হোসেন, সাংবাদিক রইস উদ্দিন টিপু, মুক্তিযোদ্ধার সন্তান শাহ আলম, কাজী ইমরানসহ প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

