নড়াইল জেলা প্রতিনিধি
সামাজিক বন বিভাগ যশোর কর্তৃক নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে পার-মল্লিকপুর মোসলেম শেখের বাড়ি থেকে দিঘলিয়া ব্রিজ হয়ে পাঁচুড়িয়ার তবিবুর রহমানের বাড়ি পর্যন্ত ১৩.৬৮ সি.কি.মি বাগান পরিচালন ও প্রকল্পের ব্যয় খাতের আওতায় ১৩ হাজার ৬শ’ ৮০টি চারা রোপণ করা হয়। এ বাগানে পুরুষ ও মহিলা উপকারভোগীর সমন্বয়ে চুক্তিনামা সম্পন্ন করা হয়েছে।
উক্ত বাগানে প্রায় ৩০ প্রজাতির চারা রোপণ করা হয়েছে। যেমন, মেহগনি, গামার,বাবলা, ইপিল, দেবদারু, খৈয়া বাবলা, কাঁঠাল, চালতা, জলপাই, চিকরাশি, পেয়ারা, আতা, আমলকী , হরিতকী, বহেরা, কাঠ বাদাম, বাতাবি লেবু,কদবেল,জারুল,তেঁতুল,, নিম, জাম,, শিল-কড়ই ইত্যাদি প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।
১০ বছর পর বাগানের আবর্তকাল উত্তীর্ণ হলে বাগানের গাছ বিক্রি করে বিক্রিকৃত অর্থের ৫৫ শতাংশ লভ্যাংশ উপকারভোগী সদস্যদের মাঝে সমভাবে প্রদান করা হবে। এছাড়া ভূমি মালিক, ইউনিয়ন পরিষদ সামাজিক বনায়নের নীতিমালার আলোকে লভ্যাংশ পাবেন।
বাগানটির উপকারভোগীরা স্বতঃস্ফূর্তভাবে রোপিত গাছের সংরক্ষণ ব্যবস্থা জোরদার রেখেছেন।
সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা ফরেস্টার ও অন্যান্য কর্মচারীরা মাঝেমধ্যে বাগানটি পরিদর্শন করে বাগানে রোপিত গাছের সংরক্ষণ ব্যবস্থা জোরদার রেখেছেন।
বাগানের উপকারভোগী কোলা গ্রামের মো: নিজাম উদ্দিন,পার-মল্লিকপুর গ্রামের সাজিনুর বেগম আলাপকালে জানান, বন বিভাগের নির্দেশনা মেনে গাছ সংরক্ষণ ব্যবস্থা কার্যক্রম অব্যাহত রয়েছে।
লোহাগড়া উপজেলার দক্ষিণ এলাকায় নবগঙ্গা নদীর পাড়ে এ বাঁধ বাগানটি দৃষ্টিনন্দন। বন বিভাগ কর্তৃক সবুজায়নের ফলে এখানকার প্রাকৃতিক পরিবেশ সুন্দর ও মনোরম হয়েছে। সবুজ, ছায়ানিবিড় এই বাগানে স্হানীয় কৃষক ও পথিক ক্লান্তির পরশ বুলিয়ে নেয়। এছাড়া বাগানটি অক্সিজেন সরবরাহের উৎস হিসেবে কাজ করছে। বিভিন্ন প্রজাতির পাক-পাখালির কলরবে বাগানটি মুখরিত থাকে। বাগানটি ভূমিক্ষয়, বাঁধ সংরক্ষণ ও প্রাকৃতিক বিপর্যয়রোধে সহায়তা করছে। আর্থসামাজিক উন্নয়নের সাথে বাগানটি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন সাধন করছে।
এ বিষয়ে নড়াইল জেলা বন কর্মকর্তা ( ফরেস্ট রেঞ্জার ) কাজী ইশতিয়াক রহমান বলেন, নড়াইলে বন বিভাগের এ কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, এবছর সামাজিক বনায়ন কর্মসূচিতে বিদেশি আগ্রাসী গাছের চারার পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রজাতির ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা দ্বারা বাগান সৃজন করা হয়েছে।

