জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্হাপন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকালে লোহাগড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের কুন্দশী এলাকা থেকে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আকিদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো : মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ আলম শিপলু, সদস্য সচিব ফিরোজ আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মো: কবুল মোল্যা, মুসা, মোহাম্মদ ইব্রাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস, কে মিন্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিক তারেক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, লোহাগড়া পৌর বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানা, লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, লোহাগড়া পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না প্রমূখ।
আলোচনা সভা শেষে লোহাগড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়লা আবর্জনা ফেলার জন্য ১০ টি ডাস্টবিন স্হাপন করা হয়।