জেলা প্রতিনিধি ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান পুষ্টপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টুর উদ্যোগে ও শামুকখোলা গ্রামবাসীর আয়োজনে ২ দিনব্যাপি ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শুক্রবার ২ দিনব্যাপি মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল কুরআন, আযান, হামদ-নাত ও গজল। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীর অংশ নেয়।মোট ১৪০ জন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। ৪ টি বিষয়ের প্রতিযোগি ১ম থেকে ৫ ম স্থান পর্যন্ত পুরষ্কার ও সম্মানী দেওয়া হয়।১ ম স্থান ৩ হাজার, ২ য় স্থান ২ হাজার,৩ য় স্থান ১ হাজার ৫ শত,৪ র্থ স্থান ও ৫ ম স্থান এক হাজার টাকা করে মোট ২০ জন প্রতিযোগিদের মোট ১ লাখ সত্তর হাজার টাকা সম্মানী প্রদান করেন।
উপজেলা শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আঃ হালিমের সভাপতিত্বে ও কাজী আব্দুল আলিমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। প্রধান উদ্ধোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়, নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম কালুসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।