ঢাকাWednesday , 6 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • লোহাগড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

    দেশ চ্যানেল
    September 6, 2023 11:45 am
    Link Copied!

    সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি ( নড়াইল)

    নড়াইলের লোহাগড়ায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে সনাতন ধর্মের প্রবক্তা ও প্রান পুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথী শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

    এ উপলক্ষে বুধবার (৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রুপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুভাস চন্দ্র বোস।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, লোহাগড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কমল কৃষ্ণ বালা, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মৃত্যূঞ্জয় দাস, লোহাগড়া পৌর প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভন্ডুল, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রবীর কুমার কুন্ডু মদন, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরীক্ষিত শিকদার, সাবেক সহ-সভাপতি গৌতম দেওয়ান, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক কাজল পাল, সদস্য সচিব অসীম রায়, অমল চন্দ্র, আশিষ দত্তসহ প্রমুখ।

    দুপুরে পূজা-অর্চনা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST