ঢাকাThursday , 26 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে খুলনা মহানগর পুলিশ ! 

    দেশ চ্যানেল
    September 26, 2024 8:47 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে খুলনা মহানগর পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন ধর্ম যার যার দেশ সবার খুলনায় সনাতনীদের সর্ববৃহ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পূজা উদযাপন পরিষদকে সর্বোচ্চ সহযোগিতার পাশাপাশি আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে কঠোর অবস্থানে থাকবে মহানগর পুলিশ কমিশনার। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে এই লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর বুধবার বিকাল সন্ধ্যায় কেএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে পুলিশ কমিশনার এর সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় পুলিশ কমিশনার বলেন ৫ আগস্ট এর পর থেকে দেশে বিশৃঙ্খলা কিছু ঘটনার কারণে হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন কারণে আতঙ্কগ্রস্থ হয়ে নিজেদের অসহায় মনে করলেও আমি বলতে চাই এদেশের সকল ধর্মের মানুষই এদেশের জন্মগত সূত্রের সম অধিকারের নাগরিক সেহেতু যে যার ধর্ম ধর্মীয় অনুভূতির উদ্দেলতায় পরিপূর্ণভাবে পালন করার অধিকার রাখে সে লক্ষ্যে আসন্ন ৯ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা প্রস্তুতি কালে উৎসব আয়োজন চলাকালীন সময় সহ মহা বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্য খুলনা মহানগরীর সংশ্লিষ্ট সকল থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ নগরীর প্রতিটা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পূজা চলাকালীন প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে তবুও পাশাপাশি প্রতিটি পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিরবিচ্ছিন্ন কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি দৃঢ়তার সাথে নগরীর সকল পূজা উদযাপন কমিটির কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবগত করার জন্য অনুরোধ করেন।

    পুলিশ কমিশনার আরো বলেন আমরা সেই বাংলাদেশের প্রত্যাশা করি যেখানে কোন জাতি ভেদাভেদ বৈষম্য না রেখে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারি এটা একটি স্বাধীন সার্বভৌম দেশের সকল মহলেরই কাম্য।

    আলোচনা ও মতবিনিময় সভায় খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু খুলনা মহানগরীর সবগুলো থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিগণ এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST