শার্শা উপজেলা প্রতিনিধি
আজ (২১/০৯/২০২৫) রবিবার, শার্শা উপজেলার জামতলা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শা উপজেলার গণমানুষের প্রিয় নেতা, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
তিনি টেংরা প্রাথমিক বিদ্যালয়, ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়, মহিলা আলিম মাদ্রাসা ও সামটা ফাযিল মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষক-শিক্ষিকাদের খোঁজখবর নেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।
উক্ত সফরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান এবং বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা আজীজুর রহমান বলেন,যদি জামায়াত সুযোগ পায়, ইনশাআল্লাহ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণে কাজ করবো। শিক্ষার মান আরও উন্নত ও সুন্দর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সমাজের উন্নতির মূলভিত্তি। তাই শিক্ষাক্ষেত্রকে সবার জন্য সমান সুযোগ ও মানসম্পন্ন করার প্রতি তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সফরে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ মাওলানা আজীজুর রহমানের সাথে মতবিনিময় করেন এবং তার কার্যক্রমকে স্বাগত জানান।