ঢাকাThursday , 12 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • শার্শা উপজেলার ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার।

    দেশ চ্যানেল
    December 12, 2024 1:35 pm
    Link Copied!

    ইব্রাহিম খলিল শার্শা প্রতিনিধি

    আজ ১২ডিসেম্বর ২০২৪ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অবৈধ দখলে থাকা ৩শ’ বিঘা (৯৮ দশমিক ৫৮ একর) সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

    দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি বৃহস্পতিবার উদ্ধার করে শার্শা উপজেলা প্রশাসন। উদ্ধার কৃত খাস জমির পরিমাণ ৯৮ দশমিক ৫৮একর।

    উদ্ধারের পর এসব জমিতে বাঁশের খুঁটি পুঁতে লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে বলে জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসান বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।

    সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন,শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৩৬নং বাহাদুরপুর মৌজায় ৩টি দাগে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৩শ’ বিঘা (৯৮ দশমিক ৫৮ একর) জমি দখলে নিয়ে বিশাল মৎস্য ঘের করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে অবৈধভাবে দখল করা এসব জমি উদ্ধার করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST