ঢাকাMonday , 29 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • শালিখায় সার্বজনীন পেনশন স্কিম উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

    দেশ চ্যানেল
    April 29, 2024 12:27 pm
    Link Copied!

    শালিখা (মাগুরা) প্রতিনিধি:

    আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা স্বাগত জানিয়ে মাগুরা জেলার শালিখা উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন শুরু হয়েছে। দশটি নিবন্ধন কেন্দ্রে প্রথম দিনেই বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী পুরুষ নিবন্ধন সম্পন্ন করেছেন এর আগে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উন্মে তাহমিনা মিতু , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক হোসেন, শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক আল ইমরান। দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, সার্বজনীন পেনশন স্কিম একটি লাভজনক এবং নির্ভরযোগ্য আর্থিক নিরাপত্তার আঁধার যেখানে টাকা জমা দিলে আপনি নিজে লাভবান হওয়ার পাশাপাশি আপনার পরিবারের সদস্যরাও লাভবান হবেন। তাই দেরি না করে নির্দ্বিধায় পেনশন স্কিমের নিবন্ধনে যোগ দিন এবং সবাইকে নিবন্ধন করতে উদ্বুদ্ধ করুন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, নিংসন্দেহে পেনশন স্কিম সরকারের একটি মহৎ উদ্যোগ আর এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি যাতে করে আপামর জনতা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিমে যোগ দেয় এই লক্ষ্যে উপজেলা পরিষদ মুক্তমঞ্চের ঠিক পাশেই একটি স্থায়ী নিবন্ধন কেন্দ্র চালু করা হয়েছে পাশাপাশি প্রতিটা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা প্রতদিনই নিবন্ধনের কাজ চালিয়ে যাবেন। এতে করে শালিখা উপজেলার যত মানুষকে আমরা পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি তা সফলভাবে সম্পন্ন করতে পারব বলে আমি বিশ্বাস করি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST