রাজু আহমাদ,শালিখা ( মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় ৫ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটক কৃতরা হল খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার বেলছড়ি গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও মাগুরা জেলার সদর উপজেলার জগদল গ্রামের খবির বিশ্বাসের ছেলে মুরাদ বিশ্বাস (২২)।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ,পিপিএম (বার) এর দিক নির্দেশনায় আমাদের অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর (রবিবার) সকাল ৭টা ১৫ মিনিটে, উপজেলার যশোর টু মাগুরা হাই-ওয়ে আড়পাড়া এলাকার এসবি ফিলিংস স্টেশনের সামনে থেকে দেলোয়ার হোসেন ও মুরাদ বিশ্বাস নামের দুজনকে ৫ কেজি গাঁজা সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় খাগড়াছড়ি এলাকা থেকে তারা এই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল।
তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।