ঢাকাWednesday , 14 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • শীতকে বিদায় জানিয়ে খুলনার বিভিন্ন জায়গায় আজ থেকে বসন্ত মেলা শুরু!

    দেশ চ্যানেল
    February 14, 2024 10:38 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    আজ প্রকৃতি তার নিজস্ব রূপ বৈচিত্র বদলেছে বিদায় নিয়েছে শীত আগমন হয়েছে ষড়ঋতুর দেশের অন্যতম ঋতুরাজ বসন্তের তাই প্রকৃতি সেজেছে আপন সাজে রূপ বদলিয়েছে তার বৈচিত্র।
    পলাশ ফুটেছে শিমুল ফুটেছে ফুটেছে হরেক রকম ফুল।
    প্রকৃতির সাথে মানুষের মনে আনন্দ উদ্বেলিত হচ্ছে প্রেম।
    সাথে আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের অন্যতম বিদ্যাদেহি দেবী সরস্বতী পূজা সবমিলে আজ বাংলার আকাশ বাতাস প্রকৃতি ও মানুষের মনে বইছে এক অন্যরকম অনুভূতি।
    আর তারই প্রত্যয় বাংলাদেশে বসন্ত মেলা শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তরে।
    লাল নীল সবুজ বাহারের সাজসজ্জা আর গোলাপের গালিচায় রঞ্জিত হচ্ছে কপোত কপতি। তাই বাতাসে বাতাসে বসন্তের আগমনী বার্তা দিচ্ছে, দিচ্ছে উষ্ণতার পরশ চতুর্দিকে মৌময় ঘ্রাণে প্রাণসঞ্চার করছে ফাল্গুনের হাওয়ায় দোল খাচ্ছে প্রকৃতিতে গুঞ্জন কোকিলের কুহুকলতানী গাছে গাছে পলাশ আর শিমুলের রঙ্গের মেলা সবমিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।
    তাই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতি আজ বর্ণিল সাজে সেজেছে।
    আর এই বসন্তকে স্বাগত জানাতে খুলনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
    আয়োজন করেছে দেশাত্মবোধক গান ভাটিয়ালি পল্লীগীতি ও ভাওয়ালের আয়োজন।
    শুরু হয়েছে নগরীর বেশ কিছু স্থানে বসন্ত মেলা তার মধ্য নগরীর অন্যতম মেলা বসেছে খুলনা ৭ রাস্তা মোড় সংলগ্ন মহানগর শিশু পার্কে প্রায় ৭০ টির মতো স্টলে বসেছে নানান সামগ্রীর পশুরা সাজিয়ে এখানে রয়েছে নাগরদোলা, চোরকি ঘুল্লি, বাইস্কোপ, পুতুল নাচ,
    ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ ব্যক্তিদের উপস্থিতিতে বসন্তের উপরে আলোকপাত করে আলোচনা সভা।
    আলোচনায় সভায় থাকবে বিশেষ কবি সাহিত্যিকদের কবিতা আবৃত্তি এবং ঋতুরাজ বসন্তের ওপর লেখা প্রবন্ধ কবিতা ও নাটিকার নতুন গ্রন্থর মোড়ক উন্মোচন।
    আর এ মেলা চলবে সমগ্র বসন্ত ঋতু জুড়ে।
    তবে প্রত্যেকটি মেলা আয়োজক কর্তৃপক্ষকে প্রশাসন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন মেলায় কোন অশ্লীলতা জুয়ার আসর বসানো চলবে না। আয়োজন করা যাবে না যাত্রাপালা ও সার্কাস।
    এক্ষেত্রে নগরীর মহানগরী শিশু পার্কের বসন্ত মেলা আয়োজক কমিটির প্রধান কর্তা বলেছেন বসন্ত মানেই পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মানুষকে জড়সড়ো যুবুথুবু করে রেখেছিল আর সেই শীতকে বিদায় জানিয়ে ফাল্গুনের আগমনের মধ্য দিয়ে বসন্তের মাতাল সমিরনের উষ্ণ পরশ আলিঙ্গন করতে মানুষের হৃদয়ে আনন্দ উদ্ভাসিত হয়ে থাকে
    তাই বসন্তের অবলীলাকে হৃদয় ধারণ করে রাখতে আমাদের এই মেলার আয়োজন করা।
    বসন্ত মেলা চলবে প্রতিদিন বিকাল ২ টা থেকে রাত্র ৯ টা পর্যন্ত এবং মেলায় আগত সকল দর্শনার্থীদের জন্য মেলা থাকবে সম্পূর্ণ উন্মুক্ত তাছাড়া মেলা শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত রাখা হয়েছে মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে একদল সুশিক্ষিত ভলেন্টিয়ার তারা নজরদারিতে রাখবেন শ্রেণীগত বখাটেদের এবং কোন দর্শণার্থীরা মেলায় এসে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেদিকে কঠোর নজরদারি রাখা হবে মেলা কর্তৃপক্ষ থেকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST