মো:মুন্না আলী পুঠিয়া উপজেলা প্রতিনিধি ( রাজশাহী)
রাজশাহীর পুঠিয়ায় গত এক সপ্তাহ ধরে বেড়েছে শীতের তীব্রতা ও কুয়াশা। রাত ভোর যেন ঢেকে থাকে কুয়াশার চাঁদরে দিনের বেলাতেও দেখা যায় না সূর্যের আলো।
কনকনে শীত কুয়াশায় দূরভোগে পড়েছেন হতদরিদ্র ও ছিন্ন মূল মানুষরা শীতবস্ত্রের আভাবে খরখুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করেছেন অনেকে। এই কনকনে শীত কুয়াশায় যেন অধিকাংশ পশু পাখি আধামরা হয়ে আছে।
মো:নাজমুল হক দেশ চ্যানেলকে বলেন, তীব্র শীত কুয়াশার কারণে বিপাকে মানুষের জীবনযাত্রা। তিনি বলেন সকাল বেলা শীত কুয়াশার কারণে বেড় হতে পারেনা কেউ। ভোরবেলায় বাহিরে বেড় হলে সাথে রাখতে হচ্ছে টর্চ লাইট গাড়ি নিয়ে বেড় হলে জ্বালাতে হচ্ছে হেডলাইট। আর শীতের পোশাক ছাড়া কোন ভাবেই বেড় হওয়া যাচ্ছে না বাহিরে। কৃষকরা সময় মতো যেতে পারছেনা চাষের জমিতে।
মো:সিহাব আলী জানান তীব্র কুয়াশা ও শীতের কারণে কষ্টে যাচ্ছে পশু পাখি জীব জন্তুুদের জীবন তিনি আরও বলেন এই শীত কুয়াশা শিশু ও বৃদ্ধদের জীবন যাত্রায় বড় প্রভাব বিস্তার করছে শীত কুয়াশার কারণে অধিকাংশ অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধ।