হবিগঞ্জ প্রতিনিধিঃ
আগস্টের প্রথম দিন থেকেই বিনম্র শ্রদ্ধায় বাঙালি জাতি শোক প্রকাশ করে থাকেন ।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি। একে একে হত্যা করেছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয় স্বজন।
ঘৃণ্যতম এই হত্যাকাণ্ডে বাঙালি শোকে স্তব্ধ হয়ে এই মাস শ্রদ্ধার সাথে পালন করলেও বর্তমানে কিছু স্বাধীনতা বিরোধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এরমধ্যে শোকাবহ আগস্টে আনন্দ ভ্রমন করছেন মাধবপুর উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবির মাধ্যমে উল্লাসের মুহূর্ত তুলে ধরেছেন এই অফিসাররা। এমন কর্মকান্ড লজ্জাজনক বলে দুঃখ প্রকাশ করেছে আওয়ামী নেতৃবৃন্দসহ সাধারন মানুষ।
শোকের মাস আগস্টে সরকারি নির্দেশনা অমান্য করে সহকর্মীদের নিয়ে ভ্রমণে যাওয়ার ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে বিভিন্ন মহলের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অশোন্তষের দেখা মিলেছে। সেইসাথে এই ঘটনায় দু:খ প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ,উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন।
জানা যায়, শনিবার বিকেলে প্রাণি সস্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ তার ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট দেয়. তিনি ক্যাপশন দেন,” হাওড় বিলাসের প্রথম ও দ্বিতীয় দিন।সঙ্গে আছেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ,সাবেক ওসি আব্দুর রাজ্জাক ,সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী,শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,সহকারি শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম।
এমন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে মাধবপুরে গুঞ্জন শুনা যাচ্ছে।