আজিজুল হক শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি :
শ্যামনগর ইউনিয়ন পরিষদে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় শ্যামনগর ইউনিয়ন পরিষদের হলরুমে শ্যামনগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ইসলামিক রিলিফ ইউএসএ এর সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী এসওডি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেলোয়ারা বেগম, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি প্রমুখ। প্রশিক্ষণে স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক ধারনা প্রদান করা হয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের । প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন সহকারী প্রকল্প কর্মকর্তা তৈয়েবুর রহমান ও ইস্তিয়াক আহমেদ। এসময় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।