ঢাকাThursday , 19 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সকল জটিলতা কাটিয়ে ২৪ ডিসেম্বর চালু হচ্ছে খুলনা ঢাকা রুটে নতুন দুই জোড়া ট্রেন।

দেশ চ্যানেল
December 19, 2024 9:15 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

বিগত আওয়ামী লীগ সরকারের আমলাদের আমলাতান্ত্রিক জটিলতা ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৪ ডিসেম্বর খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে দুই জোড়া ট্রেন হুইসেল বাজিয়ে পদযাত্রা শুরু করতে যাচ্ছে , বিষয়টি ১৮ ডিসেম্বর বুধবার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এবং ২৪ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোঃ ফজলুল কবির খান নতুন এই ট্রেনগুলোর পদযাত্রার উদ্বোধন করবেন। রেল মন্ত্রণালয়ের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন দুই জোড়া ট্রেনের সিডিউল উল্লেখ করে জানিয়েছেন উল্লেখিত ট্রেন ২৪ ডিসেম্বর ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন রেনগুলো চালু হচ্ছে আরো উল্লেখ রয়েছে ২৪ ডিসেম্বর খুলনা ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এবং বেনাপোল ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস টি সপ্তাহে একদিন বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে।

নতুন চালুকৃত এ ট্রেন যোগে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা বেনাপোল পৌঁছানো যাবে। আরো জানা গেছে, পদ্মা সেতু হয়ে নতুন রুটের ট্রেন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানি, ফরিদপুরের ভাঙা হয়ে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে ফিরতি ট্রেন যশোর হয়ে বেনাপোল যাবে দুপুরে। বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে। এরপর ঢাকা থেকে নড়াইল হয়ে বিকালে খুলনা ফিরবে। খুলনা-ঢাকা পুরনো রেল রুটের পথ ৩৭৬ কিলোমিটার। খুলনা-ঢাকা নতুন রুটের পথ ২০৮ কিলোমিটার। এই পথে কমবে ১৬৮ কিলোমিটার। নতুন এ পথে সময় লাগবে মাত্র পৌনে চার ঘণ্টা।

উল্লেখ্য, বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট অর্থাৎ নতুন চালুকৃত ট্রেনযোগে ঢাকা-খুলনা বেনাপোল যাতায়াতে সময় কম লাগবে যথাক্রমে ৫ ঘণ্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘণ্টা। এ সময় রেল উপদেষ্টা আরো জানায় যান্ত্রিকভাবে বড় ধরনের কোন সমস্যা সৃষ্টি না হলে যথারীতি ভাবে ট্রেন ২ জোড়া নিয়মিতভাবে উল্লেখিত রুটে চলাচল অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST