আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে পাবনা জেলার বেড়া হুড়াসাগড় নদী থেকে দীর্ঘ দিন ধরে ড্রাম ট্রাক দিয়ে বালু ও মাটি সরবরাহ করে আসছে।
ফলে এলাকার গ্রামীন রাস্তাঘাট, পুল কালর্ভাটের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সাধারণ জনগনকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। সরকারি সম্পদ ক্ষতি রক্ষার্থে মাঠে বেড়া উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সাদিয়া সুলতানা সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বৃশালিখা হুড়াসাগড় নদী সংলগ্ন থেকে ২টি ড্রাম ট্রাক ও ১ টি (সাধারণ) ট্রাক সহ গ্রামের দুলাল প্রামাণিক ছেলে, (ড্রাইভার) আব্দুর রহমান (৩২)। গ্রামের আবু বক্কর এর ছেলে, (ড্রাইভার) রফিকুল ইসলাম (৪৭)। গ্রামের মৃত শফি প্রামাণিক এর ছেলে (ড্রাইভার) ইউনূস আলীকে (৫৩) ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ড্রাম ট্রাক থানায় আটক করে রাখা হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম বলেন, সরকারি সম্পদ রক্ষার্থে এখন থেকে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।