মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাতের পানছড়ি উপজেলায় আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন হয়েছে।
২২ ডিসেম্বর সোমবার সকালে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় তিনি পানছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তর প্রধানকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে।”
সভায় বক্তব্য রাখেন পানছড়ি ৩ বিজিবির সহকারী পরিচালক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার পরিদর্শক এসআই সদানন্দ বৈদ্য, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম এবং ২নং চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এর আগে জেলা প্রশাসক পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসা, পানছড়ি থানা ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, দুস্থদের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরণ করেন।

