সরিষাবাড়ীতে গ্রেনেট হামলা দিবস পালিত

Spread the love

মতিউর রহমান,সরিষাবাড়ীঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় এডঃ মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের ব্যানারে আওয়ামীলীগের পুরাতন কার্যালয়, পৌরসভার ব্যানারে পৌরসভা কার্য্যালয়, নতুন আওয়মীলীগের কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও স্বেচ্ছা সেবকলীগের কার্য্যালয়ে স্বেচ্ছা সেবকলীগসহ স্ব স্ব দপ্তরের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গঁবন্ধু ও গ্রেনেট হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগের পুরাতন অফিসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ মুরাদ হাডান এমপি। এডঃ মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় গ্রেনেট হামলা দিবসে আলোচনা সভায় সভাপতিত্ন করেন উক্ত স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাষ্টার। এ সময় জেলা পরিষদ সদস্য প্রভাষক খোরশেদ আলম, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম,আলীগ নেতা মোস্তাক, পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙাপ্রমুখ সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র নেতৃত্ব দলীয় কার্য্যালয়ের সামনে থেকে একটি শোক র্র্যালী বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *