ঢাকাSaturday , 23 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সলংগা নিত্যপণ্যের দাম লাগামহীন! বিপাকে ক্রেতারা

দেশ চ্যানেল
September 23, 2023 1:52 pm
Link Copied!

মোঃ তুষার আহমেদ :

সিরাজগঞ্জের সলঙ্গায় কাঁচাবাজার সহ নিত্যপণ্যের দাম দিন দিন যেন লাগামহীনতার রুপ নিয়েছে। সরকারের বেঁধে দেয়া পেঁয়াজ,আলু ও ডিমের দাম কার্যকর তো দুরের কথা অন্যান্য নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোয়া। সঠিক মনিটরিং না থাকায় সিন্ডিকেট ব্যবসায়ীরা বেপরোয়া বলে সরকারি আদেশ কার্যকর হচ্ছে না। খুচরা পর্যায়ে নির্ধারিত ৬৪ থেকে ৬৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকায়, ৩৫ থেকে ৩৬ টাকার আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়, আর ডিমের হালি বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এ ছাড়াও গরুর মাংশ ৬৫০-৭০০ টাকা, ব্রয়লার মুরগী ১৭০-১৮০ টাকা, সোনালী ৩০০ টাকা, লেয়ার ৩২০ টাকা। সবজি বাজারে রশুন ২৪০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা, শসা ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, করলা ৬০ টাকা,পটল ৪০ টাকা,মিষ্টি কুমড়া,৫৫-৬০ টাকা,ঢেড়শ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সিন্ডিকেট বাজার ব্যবসায়ীদের কারো দোকানের সামনে মুল্য তালিকার চার্ট ঝুলানো নাই।
আজ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সলঙ্গা থানা সদর পাইকারি কাঁচা বাজারসহ,নলকা,পাঁচলিয়া, ঘুড়কা,ভুইয়াগাতী, হরিনচড়া, জোড়দিঘি বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লার বাজার,মুদির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। নিত্যপ্রয়োজনীয় আলু, পেঁয়াজ,ডিমের বেঁধে দেয়া দামের তোয়াক্কাই করছেন তারা।
ভুক্তভোগী ক্রেতারা বলছেন,সংশ্লিষ্ট প্রশাসনের বাজার মনিটরিং না থাকার কারণে দ্রব্য মূল্যের দাম দিন দিন লাগামহীন ভাবে বেড়েই চলছে। এতে নিম্ন আয়ের সাধারন মানুষদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে।
ভুক্তভোগীদের দাবী,স্থানীয় প্রশাসন দ্রুত বাজার মনিটরিং করে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করুন। তবেই দ্রব্যমুল্যের নিম্ন গতি ও সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST