তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে এক সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে।
বুধবার দুপুরে নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়নের দুবাছুরী গ্রাম নামক স্থানে ,সাংবাদিক মানিক মন্ডলের বাড়ির সামনে সন্ত্রাসী হামলা হয়।
ঘটনাটি একটি নারীকে কেন্দ্র করে ঘটেছে
এ বিষয়ে নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনা স্থলে গিয়ে সাংবাদিকের প্রশ্নের উওরে জৈনিক ব্যক্তি মোঃ জিয়াউর রহমান বলেন,বেশ কয়েকদিন আগে আমার বাড়িতে শরিফুল ইসলাম কে আমার স্ত্রীর সাথে কথা বলতে দেখি, আমি মোঃ শরিফুল ইসলাম কে আমার বাড়িতে দ্বিতীয় বার আসার জন্যে নিষেধ করি।
আমার বাধাকে উপেক্ষা করে ঘটনার দিন সকাল আনুমানিক সকাল ১০. সময় আমার বাড়িতে আবারো আমার স্ত্রীর সঙ্গে শরিফুল ইসলাম কে কথা বলতে দেখে বাধা দিলে সে চড়াও হয়ে আমি ও আমার ছেলে মোঃ আলমগীর কে গালিগালাজ ও মাড় ডাং শুরু করে।
পথিমধ্যে টুপামারীর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউ’পি সদস্য মোঃ হাবিবুর রহমান সেবু উপস্থিত হন,ঘটনা বোজাবুজির চেস্টা না করে শরিফুল ইসলাম এর পক্ষ হয়ে আমি ও আমার ছেলে আলমগীর প্রতি মার ডাং শুরু করে, ঠিক সেই সময় সাংবাদিক মানিক মন্ডলের পিতা মোঃ শাহাজামাল মন্ডল ঘটনা স্থলে উপস্থিত হয়ে ইউ’পি সদস্য সেবুকে বলেন, আপনি একজন জনপ্রতিনিধি হয়ে ঘটনা না যেনে মানুষের গায়ে হাত তুলিতে পারেন না।
এ কথা বলার কারনে ইউ’পি সদস্য সেবু সাংবাদিক মানিক মন্ডলের পিতাকে বলেন,এই তুই এখানে কথা বলার কে এই কথা বলে ইউ’পি সদস্য সেবু সাংবাদিক মানিক মন্ডলের পিতাকে জোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলাইয়া দেয় ঠিক সেই সময় সাংবাদিক মানিক মন্ডল বাবার চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে ঘটনা স্থলে আসে এবং ইউ’পি সদস্য সেবুকে বলেন,আপনি আমার বাবার গায়ে হাত তুললেন কেনো, আপনি জনপ্রতিনিধি আপনি আইন হাতে তুলে নিতে পারেন না।
এ কথায় বলায় ইউ’পি সদস্য হাবিবুর রহমান সেবু সাংবাদিক মানিক মন্ডল কে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে বলে বেটা তুই কত বড় সাংবাদিক তোকে দেখে ছাড়বো সময় মত সুযোগ বুঝে তোর ব্যবস্থা নিবো এই বলে ঘটনা স্থল থেকে মোটরসাইকেল নিয়ে স্থান ত্যাগ করেন। এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জে,খান মোহাম্মদ শাহরিয়ার এর সঙ্গে কথা বললে তিনি বলেন আমার অফিসার তদন্ত করার জন্যঘটনাস্থলে গিয়েছে তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।