নিজস্ব প্রতিনিধি রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুর থানার মোহাম্মাদপুর এলাকার পেশাদার সাংবাদিক মো. এজাজুল মুন্না (আগুন)-এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে চাঁদাবাজি ও প্রাণনাশের মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাংবাদিক মুন্না জানান, গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে দুর্গাপুর থানার বিয়াড় গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৫) বিনা কারণে তার বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি বিভিন্ন রাজনৈতিক মহল ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়, যা তার ব্যক্তিগত সম্মান ও পেশাগত জীবনের জন্য চরম অপমানজনক বলে উল্লেখ করেন তিনি।
মুন্না আরও বলেন, “আমি একজন দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে, যা সমগ্র সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক।”
তিনি জানান, ঘটনার পর একাধিকবার অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। বরং শহিদুল ইসলাম এখনো নানা মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন মুন্না।
এ অবস্থায় তিনি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।