জেলা প্রতিনিধি নড়াইল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ সম্প্রচারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে নড়াইলের লোহাগড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে চ্যানেল এস টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমানের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক শিবলীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সাংবাদিকরা। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল করিম, সরদার রইচ উদ্দিন টিপু, সেলিম জাহাঙ্গীর, জহির ঠাকুর, শিমুল হাসান, শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “কোন সরকারের আমলেই সাংবাদিকদের পাশে দাঁড়ানো হয় না। তরিকুল ইসলাম শিবলী দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ হারিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা যেন তার পরিবারের পাশে দাঁড়ান, এটাই আমাদের দাবি।”
বক্তারা আরও বলেন, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাস্তবে তাদের সেই মর্যাদা দেওয়া হয় না। তারা শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
দোয়া মাহফিলে নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সর্বশেষ চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন এবং শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হন সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।