ঢাকাSunday , 17 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • খুলনা-সাতক্ষীরা সড়কের গুটুদিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

    দেশ চ্যানেল
    September 17, 2023 1:31 pm
    Link Copied!

    তুষার কবিরাজ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :

    খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের গুটুদিয়া বাজার এলাকায় সড়ক ও জনপদ অধিদপ্তরের জমিতে অবৈধভাবে অবস্থিত স্থাপনা অপসারণের জন্য আজ ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় সওজ খুলনা জোন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়(উপ-সচিব) এর নেতৃত্বে উচ্ছেদ এক অভিযান পরিচালনা করা হয়। উক্ত উচ্ছেদ অভিযানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আজিম কাওসার, উপ বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল এবং ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় গুটুদিয়া বাজার মোড় এলাকায় অবৈধ ভাবে অবস্থিত একটি ৪তলা বিশিষ্ট ভবনসহ বেশ কয়েকটি পাকা ও সেমি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ঐ ভবনের মালিক মিঠু বলেন,কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও আমার ভবনটি ভেঙে দেয়া হচ্ছে। আমি আমার পক্ষের সকল কাগজ পত্র দেখিয়েছি কিন্তু উনি কিছুই মানছেন না। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নিবো। এ বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় বলেন, সড়ক ও জনপদের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে। এই সমস্ত স্থাপনার মালিকদেরকে বারবার লিখিতভাবে নোটিশ করা হলেও তারা স্থাপনাগুলো অপসারণ করেনি। তাই পূর্ব ঘোষিত গণ- বিজ্ঞপ্তি অনুযায়ী অপসারণ কাজ চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST