সাদেক উদ্দিন নওগাঁ প্রতিনিধি:
বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে ঝটিকা অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার থানা পুলিশ ১৫জন বিএনপির নেতা কর্মী ও ২জন মাদক মামলার আসামীকে আটক করে নওগাঁ জেল হাজতে পাঠিয়েছে। গত ২৮অক্টোবর দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছেন।.
পুলিশের অভিযানে আটককৃতরা হলেন। সাপাহার উপজেলার গোডাউন পাড়ার ১। মিঠু রহমান (৫৫) ২। সুমন বাবু(৩৪) ৩। রেজাউল করিম (৩৬) ৪। সৈয়বুর আলী (৩৪) ৫। রুবেল (৩৩) ৬। ফাইম হোসেন (১৯) ৭। সাপাহার চৌধুরী পাড়ার সাহেব আলী (৪৩)। ৮। সাপাহার উপজেলার মধুইল গ্রামের মাসুদ রানা (২২) ৯। নাজির উদ্দীন (৪৬)। ১০। সাপাহার হাপানিয়া গ্রামের আ:রহিম (৪০)। ১১। হাপানিয়া আন্ধার দিঘীর আনোয়ার পারভেজ (৩১) ১২। করলডাঙ্গা টেংরাকুড়ী গ্রামের শরিফ উদ্দীন (৫৮) ১৩। কহেন্দা মাষ্টার পাড়ার সামিউল হোসেন (৩৯) ১৪। আফজাল হোসেন (৩৫)। ১৫। নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল করিম (৩০)।
এছাড়া মাদক মামলায় খঞ্জনপুর আশ্রায়ন ও ভিওইল গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও রকিব হোসেন (২১) কে আটক করে কোর্টে চালান করেছে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানিয়েছেন।