মো: খাইরুল ইসলাম সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন সাপাহার শাখা সহ বিভিন্ন সরকারী, বে-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে গত সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া খায়ের ও মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, অফিসার ইনচার্জ ওসি।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -ছাত্র ছাত্রী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে ২১ সরনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।