ঢাকাTuesday , 26 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে শিক্ষার্থীদের মাঝে ৮ শতাধিক গাছের চারা বিতরণ।

দেশ চ্যানেল
August 26, 2025 12:31 pm
Link Copied!

ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর সাপাহারে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৮০০ চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সাপাহার বন বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুল কাদের, আরো উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাপাহার উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেকে।

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী মাহমুদুন নবী বেলালের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “গাছ আমাদের বেঁচে থাকার অবলম্বন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেমী করে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।”

প্রধান অতিথি ওসি আব্দুল আজিজ বলেন, “বর্তমান সময়ে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে লালন-পালন করে, তবে এ সমাজ সবুজে ভরে উঠবে।”

অনুষ্ঠানে তিনটি বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থী চারা হাতে নিয়ে আনন্দ প্রকাশ করে এবং গাছ রোপণ ও যত্ন নেওয়ার অঙ্গীকার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST