ছাদেক উদ্দিন নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন চার তলা ভবনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বুধবার (০৮ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারী শাহু্ চৌধুরী (বাবু)
এসময় সাপাহার উপজেলা পরিষদ চেরোম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মসুদ রেজা সারোওয়ার, সহ-সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজেদুল আলম , জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, বিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ পূর্বে মন্ত্রী সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর নবনির্মিত ৫ তলা ভবন উদ্বোধন করেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                