মোঃ শরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ছোট কাজুপাড়া গ্রামের মিঠুন আলীর ( ২৩)বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। মিঠুন ছোট কাজুপাড়া গ্রামের আসলাম আলীর ছেলে।
ঘটনা সুত্রে জানা যায় ০৯/০৪/২৫ বুধবার সকাল ১০ ঘটিকায় মিঠুন ভুট্টা ক্ষেতে পানি দিতে গেলে জমিতে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল মারে।সাথে সাথে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন । কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিঠুনের এই অকাল মৃত্যুতে তার পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে আসে।