মোঃ রোমান আকন্দ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ-
গাইবান্ধা সদর উপজেলার কাউন্সিলের বাজার থেকে মিয়াপাড়া হয়ে গাইবান্ধা যাওয়ার রাস্তাটির বেহাল দশা।উপজেলার পূর্ব অঞ্চলের মানুষের জন্য এটি যেন মরন ফাঁদ হয়ে দাড়িয়ে।রোদ কিংবা বৃষ্টি এ দুটোই যেন এ এলাকার মানুষের চরম শত্রু।বেজায় রোদে ধুলিময়তা আর সামান্য বৃষ্টিতেই কাঁদা আর হাটু জলে ভরে যায় রাস্তা।
সরেজমিনে উপস্থিত হলে দেখা মেলে এ এলাকার মানুষের জীবনের করুন চিত্র। রাস্তার পাড় আর মাঝ ভেঙ্গে হাজারো খানাখন্দের সৃষ্টি হয়েছে। যেখানে বৃষ্টিতে পানি জমে মানুষ সহ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।এখানে অটোরিক্সা চলাচল তো দুরের কথা পায়ে হেঁট যেতে হচ্ছে গন্তব্যস্থলে।
ভুক্তভোগী মাসুদ মিয়া জানান,এ রাস্তাটি তিন বছর থেকে মানুষের চলাচলের অনুপযোগী। সঠিক সময়ে অটো কিংবা অন্য কোন যানবাহন পাওয়া যায়না।গেল কয়েকদিন আগে এক অসুস্থ রুগীকে যানবাহনে অভাবে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।অবশেষে মৃত্যর মুখে ঢলে পড়ে সে।যদি রাস্তা ভালো থাকতো তাহলে চিকিৎসার অভাবে মারা যেতো না সে।
এক অটোচালোক জানান,আমাদের এ রাস্তাটি একেবারেই অকেজো।আমারা গাড়ি চালাতে পাচ্ছি না।অবিলম্বে রাস্তাটির সংস্কার করা হোক।