ঢাকাSaturday , 14 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সারের কোনো সংকট নেই বলে সংবাদ সম্মেলন করেছে বি সি আই সি  ও বি এ ডি সি  এর সারের ডিলার হুমায়ুন কবির ।

দেশ চ্যানেল
December 14, 2024 10:26 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বি সি আই সি ও বি এ ডি সি এর সারের ডিলার হুমায়ুন কবির সংবাদ সম্মেলন করেছে ১৪|১২|২০২৪ শনিবার সকাল ১১টায় তার বাসার সামনে।২০০০ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত সরকার কর্তৃক যে স্যারের দাম রয়েছে সে অনুযায়ী সার বিতরণ করে আসছেন তিনি ।  তিনি একজন সফল ডিলার , এবং সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী তা বিতরণ করেন। চলতি  বছরে ও সার সরকার কতৃক যে মূল্য  তালিকা রয়েছে তিনি তার দোকানের সামনে সেই মূল্য  তালিকা টাংগিয়ে সরকার নির্ধারিত দামে সার কৃষকদের মাঝে বিতরণ করে আসছেন।

হুমায়ুন কবির বলেন ২০০০ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কৃষকদের মাঝে যথা সময়ে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করতে সক্ষম হয়েছি।তিনি আরো বলেন  রসুলপুর ইউনিয়নের কৃষকদের কোনো অভিযোগ নেই আমার  বিরুদ্ধে ।কারণ আমি সরকার কতৃক যে নির্ধারিত মূল্য রয়েছে সে অনুযায়ী  কৃষকদের মাঝে সার বিতরণ করে আসছি ।   কৃষকদের মাঝে সার যথাযথ সময়ে এবং সুবিধাজনক স্থানে সার পাই সে জন্য আমি পানিহাড়া সহ বেশ কয়েকটি জায়গায় সার বিতরণের দোকান স্থাপন করে দিয়েছি,যাতে করে  রসুলপুর ইউনিয়নের সকল  কৃষকেরা সার সঠিক  ভাবে সময় মত সার পাই, আর এই জন্য  রসুলপুর ইউনিয়নের সকল কৃষকদের  কোনো অভিযোগ নেই ।

বি সি আই সি ও বি এ ডি সি এর সারের ডিলার হুমায়ুন কবির বলেন কৃষকদের মাঝে যথাযথ ভাবে সঠিক সময়ে যাতে করে সার সরবারহ করা যায়, সে জন্য আমি রসুলপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে  গাংগোর বাজারে একটি স্থায়ী সারের গোডাউন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি, যা অচিরেই কাজ শুরু করা হবে। আর এই গাংগোর বাজারে একটি স্থায়ী সারের গোডাউন তৈরির ফলে সকল কৃষকদের মাঝে সার যথাযথ সময়ে বেশি সুবিধা  দেওয়া সম্ভব হবে । ফলে প্রত্যেকটি কৃষক সার পাওয়ার জন্য সর্বক্ষেত্রে সুবিধা বেশি পাবে বলে আমার বিশ্বাস ।আমি কৃষকদের উদ্দেশ্যে আরও বলতে চাই যে, সার বিতরণ করার ক্ষেত্রে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে আমাকে জানালে আমি তা সংশোধন করার চেষ্টা করব ,যেটি করলে কৃষকদের কে বেশি সুবিধা দেওয়া যাবে ।

ইতি পূর্বে আমাকে রাজনৈতিক ভাবে অনেক চাপ সহ্য  করতে হয়েছে, কিন্তু আমি সঠিক পথে থাকার জন্য আমার কোনো ক্ষতি করতে পারিনি । আর আশা করি ভবিষ্যতে ও আমার কোনো ক্ষতি করতে পারবে না বলে আমার বিশ্বাস ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST