মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের প্রার্থী হিসেবে শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম কে মনোনয়ন না দেয়া হলে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছে নেতাকর্মীরা। প্রার্থী নির্বাচনে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভুল করলে তাঁদের সেই ভুল প্রমান করতেই এমন সিদ্ধান্ত নেয়া হবে বলে ঐক্যমত পোষণ করেছেন তারা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক মত বিনিময় সভায় এই মন্তব্য তুলে ধরা হয়।
সৈয়দপুর রেলওয়ে মূর্তজা মিলনায়তনে বিকাল ৫ টায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুল আলম। সভাপতিত্ব করেন পৌর জাপার সভাপতি আলতাফ হোসেন।
বক্তব্য বলেন, জাপার কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পৌর সদস্য সচিব রাকিব খান, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন অরুণ, উপজেলা সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সুজন, জেলা যুব সংহতির সভাপতি রওশন মাহানামা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, জাপা নেতা সাখাওয়াত হোসেন শওকত, উর্দুভাষী ক্যাম্পের নেতা মোনায়েমুল প্রমুখ।